সাহেদ কী জামিন পেল?
মঙ্গলবার, ৮ জুন, ২০২১
এর আগে ওই মামলায় জামিন চেয়ে ২৫ মার্চ নিম্ন আদালতে বিফল হন সাহেদ। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চান তিনি, যা আজ শুনানির জন্য ওঠে।
আদালতে সাহেদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও শাহরিয়ার ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। পরে সাইফুদ্দিন খালেদ প্রথম আলোকে বলেন, শুনানি নিয়ে হাইকোর্ট জামিন না দিয়ে সাহেদের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
গত বছরের ১৫ জুলাই আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি মো. সাহেদকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গত ১৮ জুলাই তাঁকে নিয়ে রাজধানীর উত্তরায় মধ্যরাতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে ব্যক্তিগত গাড়ি থেকে মদ ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় পরদিন উত্তরা পশ্চিম থানায় মামলাটি করা হয়।