কুশল বিনিময়ে হাত বাড়ানো ফ্রান্সের প্রেসিডেন্টকে চড় দেখেন আর কি কি হলো?!

কুশল বিনিময়ে হাত বাড়ানো ফ্রান্সের প্রেসিডেন্টকে চড় দেখেন আর কি কি হলো?!

 



কোভিড–১৯–এর ধাক্কা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করা ফ্রান্সের একদল বাসিন্দার সঙ্গে কুশল বিনিময় করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। দর্শনপ্রত্যাশীদের কাতারে দাঁড়িয়ে থাকা একজন তাঁর মুখে চড় দিয়েছেন।

মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দ্রোমে এলাকায় এ ঘটনা ঘটে বলে আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভি ও আরএমসি রেডিও জানিয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, কোমরসমান উচ্চতার ব্যারিকেডের এক পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা শুভানুধ্যায়ীদের দিকে এগিয়ে যান মাখোঁ। সবুজ রঙের টি–শার্ট, সানগ্লাস ও মাস্ক পরা একজনের দিকে হাত বাড়িয়ে দেন তিনি।

এ সময় লোকটিকে বলতে শোনা যায়, ‘মাখোঁনিয়ার পতন হোক’। এরপরই ডান হাত দিয়ে মুখোমুখি দাঁড়ানো মাখোঁর মুখে সজোর চড় মারেন তিনি।

তখন ফরাসি প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিতদের দুজন এগিয়ে গিয়ে লোকটিকে মাটিতে ফেলে দেন। আরেকজন মাখোঁকে সরিয়ে নেন। তবে কিছুক্ষণের মধ্যেই মাখোঁকে আবার সেখানে এসে ব্যারিকেডের অপর পাশের কারও সঙ্গে কথা বলতে দেখা যায়।


প্রেসিডেন্ট মাখোঁকে আঘাতকারী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন, তা–ও স্পষ্ট হয়নি।

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article